যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সাড়ে চার কেজি গাঁজাসহ এক আলোচিত মাদক কারবারিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম ইউসুফ বিশ্বাস, তিনি অভয়নগরের বাগদা গ্রামের আক্কাছ আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৯ জুলাই রাতে অভয়নগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় বাগদার করিম বিশ্বাসের বসতবাড়ির দক্ষিণ পাশের টিনের দোচালা খড়ের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় একটি ড্রামের ভেতর থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আরও একজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ইউসুফকে আদালতে সোপর্দ করা হয়েছে।